স্মার্ট ফোনের ৫টি গোপন ট্রিক আসুন আমরা জেনে নিই। Bangla Tech40

 আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। 
আজকে আমি আপনাদের মাঝে স্মার্ট ফোনের এমন কিছু ট্রিক নিয়ে কথা বলব যা আপনি কখনো জানতে না।

স্মার্ট ফোনের ৫টি গোপন ট্রিক আসুন আমরা জেনে নিই। Bangla Tech40

১. পাসওয়ার্ড ফাইন্ডঃ আমাদের ফোনে অনেক সময় অনেক রকম একাউন্ট খুলতে হয় তো সবগুলো পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন। তো পাসওয়ার্ড জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন - 

First phone > Setting > Privacy > Advanced > Autofill from google > password 

এখন আপনার যে অ্যাপের পাসওয়ার্ড নিতে মনে চায় নিতে পারেন। আপনার যে কোনো একাউন্টের পাসওয়ার্ড পাবেন এখানে।

২. যেভাবে বুঝবেন আপনার ফোনে ভাইরাস ডুকছেঃ তখন মনে করবেন যে আপনার ফোনে ভাইরাসে আক্রান্ত যখন আপনার ফোন নিজে নিজে কাজ করতেছে এবং এমনিতেই এড আসতেছে। এর থেকে বাঁচার একটাই উপায় ফোনকে রিসেট দেওয়া। 

৩. ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারঃ আমরা সবাই ফোন ব্যবহার করি। হয়তো চার্জারে বা যেখানে ফোনটা রাখি অথবা পকেটে রাখি ফোনের চার্জিং পোর্টে ময়লা জমে পোর্টটা নষ্ট হয়ে যায় তো এটা পরিষ্কার করার উপায় হলোঃ এটা পরিষ্কার করার একমাত্র উপায় হলো ব্রাশ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করা। 

৪. ফোনের কাভার পরিষ্কারঃ আমরা যখন নতুন ফোন কিনি তখন ফোনের সাথে একটা পানির মতো সাদা একটা কাভার দেয়। কাভার টা কিছুদিন ব্যবহার করার পর এটা হলদে ভাব চলে আসে।  তো এটা পরিষ্কার করার একমাত্র উপায় বেকিং সোডা এবং ব্রাশ দিয়ে আস্তে আস্তে মুছা।

৫. ফোন হারিয়ে গেলে কিভাবে পাবেনঃ আমরা কোনো জায়গায় গেলে বা গাড়িতে ফোনটা রেখে আসলে অনেক সময় মনে থাকে না। তো কিভাবে আপনার ফোনটা। আপনার ফোনে একটা সেটিং আছে সেটি হচ্ছে Find My Device এই সেটিং টি চালু করলে আপনার ফোন কোথায় আছে এবং সেই ফোনে সাইলেন্ট করা থাকলে ও আপনি সেই ফোনে রিং বাজাতে পারবেন। এইভাবে আপনার ফোন অতি সহজে পেতে পারেন। তবে চুরি হয়ে গেলে না পাওয়ার সম্ভাবনা আছে। কারন এখনকার চুর কঠিন হয়ে গেছে ফোন চুরি করেই ফোন রিসেট করে নেই। 


আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের মনোযোগ দিয়ে আমাদের এই টিউন টি পড়ার জন্য। এই রকম আরো টিউন পেতে আমাদের ওয়েবসাইট টি ফলো করে রাখবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন