আপনার অ্যাপ পাবলিশ করুন সহজে এবং ফ্রিতে

Publish apps with easy in Quick App Store

 আসসালামু আলাইকুম প্রিয় পাঠক কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেই ওয়েবসাইট প্রত্যেক অ্যাপ ডেভেলপারদের জন্য অত্যন্ত উপকারী। তো আর এত কথা না বাড়িয়ে চলেন মূল কথায় আসি। 

আপনার অ্যাপ পাবলিশ করুন সহজে এবং ফ্রিতে

আমরা যারা অ্যাপ ডেভেলপার আছি আমাদের মেজর সমস্যা হচ্ছে আমাদের ডেভেলপার কনসোল না থাকা। যার কারণে অ্যাপ ঠিকই ডেভেলপ করি কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড না থাকায় অনেকে প্লে কনসোল একাউন্ট খুলতে পারি না। যার কারণে অ্যাপ রেডি করার পরও কারো সাথে অ্যাপ শেয়ার করতে পারি না। আরেকটা সমস্যা হচ্ছে আমরা যদি কারো কাছে অ্যাপ শেয়ার করতে যায় তখন তাকে গুগল ড্রাইভ লিংক শেয়ার করি। কিন্তু আমাদের অ্যাপ যদি সাইনিং করা না থাকে তাহলে গুগল ড্রাইভ ভাইরাস গণ্য করে অনেক সময় ড্রাইভ থেকে রিমুভ করে দেয় অথবা অনেক ঝামেলা করে। আজকে যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব সেই ওয়েবসাইটে এত কিছু পোহাতে হবে না। এমনকি একদম ফ্রিতে অ্যাপ পাবলিশ করতে পারবেন। কোনো টাকা পয়সা দিয়ে কনসোল খোলা লাগবে না। একদম সহজে আপনার অ্যাপ পাবলিশ করতে পারবেন এবং যে কারো সাথে শেয়ার করতে পারবেন। ওহ আরেকটা কথা বলতে ভুলে গেলাম আমরা যারা নতুন ডেভেলপার আছি তাদের জন্য এই ওয়েবসাইটে রয়েছে মনিটাইজেশনের সুযোগ। আপনি ২০ টা অ্যাপ পাবলিশ করলেই মনিটাইজেশন পেয়ে যাবেন এখান থেকেই আপনার ইনকাম হবে এবং অ্যাপে এড লাগিয়ে ও ইনকাম করতে পারবেন। আপনার ২দিক থেকে ইনকাম হবে। তো অনেক কথা বলে ফেললাম চলুন সেই ওয়েবসাইটের সাথে পরিচয় হয়।

অ্যাপ পাবলিশ করুন একদম সহজে

1. প্রথমেই যেকোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দিবেন quick app store। আর সহজেই যাওয়ার জন্য এখানে ক্লিক করুন। 

অ্যাপ পাবলিশ করুন একদম সহজে

2. তারপর ওয়েবসাইটে গিয়ে থ্রি লাইনে ক্লিক করে ডেভেলপার একাউন্ট খুলে নিন। 

অ্যাপ পাবলিশ করুন একদম সহজে

3. একাউন্ট করা হয়ে গেলে ডেশবোর্ড থেকে থ্রি লাইনে ক্লিক করে Android Apps এখানে ক্লিক করুন। 

4. তারপর Add Android App এখানে ক্লিক করুন।

অ্যাপ পাবলিশ করুন একদম সহজে

 5. তারপর আপনার অ্যাপের নাম দিন, আপনার অ্যাপ কোন ক্যাটাগরির সিলেক্ট করুন তারপর আপনার অ্যাপটা আপলোড করুন। 

6. উপরের কাজগুলো হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। 

7. আপনার কাজ প্রায় শেষ 

এখন আবার থ্রি লাইনে ক্লিক করে Draft Apps ক্লিক করুন। এখানে আসার পর আপনার আপলোড করা অ্যাপ দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার Screenshot এড করার অপশন পাবেন স্কিনশট গুলো এড করে নিবেন। তারপর Complete নামক অপশন পাবেন সেখানে গিয়ে আপনার অ্যাপের লোগো এবং বাকি কাজগুলো করে সাবমিট করবেন। তারপর publish বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ সফলভাবে পাবলিশ হবে আশা করি। আর কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন