মেয়েদের জন্য ৬ টি সাজ হারাম

 

মেয়েদের জন্য ৬ টি সাজ হারাম

১। ঘন্টাযুক্ত নুপুর পড়া: ঘন্টি বাজা ঘুঙুর শয়তানের বাদ্যযন্ত্র।

(সহীহ মুসলিম:২১১৪)

২। কপালে টিপ পড়া: ইব্রাহিম (আঃ) এর সময়ে পতীতার মেয়েরা কপালে চিন্থ দিতো, যা এখন টিপ হিসেবে পরিচিত।আস্তাগফিরুল্লাহ।

৩। পরচুল বা নকল চুল লাগানো

(সহীহ বোখারি ৫৯৩৩)

৪। ভ্রু প্লাগঃ রাসুলের অভিশাপ পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়, চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। 

(বুখারি হাদিস ৪৮৮৬)

৫। শরীরে ট্যাটু করাঃ আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু) এবং অন্যদের এঁকে দেয়।(আবু দাউদ ৪১৭০)

৬। পারফিউম ব্যবহারঃ কোনো নারী যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে (পুরুষের) মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যাভিচারিণী। আস্তাগফিরুল্লাহ।

(আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে,৪৫৪০নং)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url