আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে টিউনে জানতে পারবেন কিভাবে Ghibli AI ফটো তৈরি করবেন একদম সহজে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউনে।
প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। সেখানে গিয়ে সার্চ করবেন Grok AI নামে। সেখানে grok নামে অ্যাপ পাবেন সেটি ইন্সটল করে নিন আপনার ফোনে। তারপর অ্যাপটি চালু করুন। চালু করার পর আপনি চাইলে টুইটার, জিমেইল এবং গুগল দিয়ে একাউন্ট করতে পারবেন। যেকোনো একটা দিয়ে একাউন্ট করে নিবেন। তারপর বাম দিকে নিচে (+) প্লাস এই রকম একটা আইকন দেখতে পাবেন সেখান ক্লিক করুন। সেখানে ক্লিক করার সিলেক্ট করবেন Photos ক্লিক করে আপনার ইমেজটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাকে একটা প্রমট দিতে হবে। সেই প্রমট ফাইলটি হচ্ছে -
Convert the image to Studio Ghibli style. এটা দিয়ে সেন্ট করে দেন আপনার কাজ শেষ। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার জেনারেট করা AI ইমেজ দিবে তার ৪টি দিবে আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নিবেন। পছন্দ না হলে আবার পাঠাবেন প্রমট সহ।
বিঃদ্রঃ এটা AI এর একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত জেনারেট করতে পারবেন।
আশা করি আজকে টিউনটি ভালো লেগেছে। এই রকম আরো টিউন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। যাতে আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌছায়। আজকের টিউনটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।