মোবাইল দিয়ে কিভাবে অ্যাপ বানিয়ে ইনকাম করবেন

 আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা হয় তো আপনার থাম্বনেইল দেখেই ক্লিক করেছেন আমাদের এই টিউনটি। কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে অ্যাপ বানানো যায় এবং কোন কোন সাইটের সাহায্যে বানাতে হয় আমি আজকে তা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। 

মোবাইল দিয়ে কিভাবে একটা অ্যাপ বানানো যায়


আমরা অনেক সময় শুনে থাকি অ্যাপ বানাতে কম্পিউটার লাগে। কম্পিউটার ছাড়া অ্যাপ বানানো যায় না। আজকে আমি আপনাদের কে কিছু সাইট এবং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইট বা অ্যাপ ব্যবহার করে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে অ্যাপ বানাতে পারবেন। হয়তো বা আপনার কাছে অবাক লাগতে পারে কিন্তু বিষয়টা একদম সত্য। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। 

ফোন দিয়ে অ্যাপ বানানোর জন্য আমাদের যে যে ওয়েবসাইট বা অ্যাপের সাহায্য লাগবে তা নিচে দেওয়া হলো - 

ওয়েবসাইট -

1. Kodular

2. Thunkable

3. Android Builder

অ্যাপ-

1. Sketchware 

তো চলুন এবার পরিচয় হয়ে যায় আমাদের দেওয়া লিংকগুলোতে

1. Kodular - এটি একটি জনপ্রিয় প্লাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একদম প্রফেশনাল অ্যাপ মেক করতে পারবেন কোনো সমস্যা হবে না। তবে আগে এই ওয়েবসাইটে ফ্রি অ্যাপ মেক করা যেত যা এখন করা যায় না এখন টাকা দিয়ে প্রিমিয়াম একাউন্ট করে তারপর অ্যাপ মেক করতে হবে। 

2. Thunkable - এই প্লাটফর্ম কুডুলারের মতো তেমন জনপ্রিয় না হলে ও কুডুলারের মতো কাজ করা যায়। কুডুলারে যা যা ফিউচার আছে সেইম এই প্লাটফর্মে ও আছে। এটাতে আপনারা ফ্রিতে অ্যাপ মেক করতে পারবেন কোনো সমস্যা হবে না। 

3. Android Builder - এই প্লাটফর্ম টা একদম নতুন আসছে গত ১ বছর ধরে আছে। এটা ও সেইম কুডুলারের মতো। কিন্তু এটা নতুন প্লাটফর্ম হওয়ায় কিছু সমস্যা করে এবং এই প্লাটফর্ম এখন পুরো পুরি তৈরি হয় নাই। তবে আশা করি যখন পুরো পুরি তৈরি হয়ে যাবে তখন সব ঠিক ঠাক কাজ করবে। 


এবার আসি অ্যাপের কথা। আমার জানা মতে একটি মাত্র অ্যাপ আছে যা দিয়ে ফ্রি এবং সহজেই একটা অ্যাপ বানানো যায়। 

1. Sketchware - এই অ্যাপের মাধ্যমে কুডুলারের মতো  অসাধারণ অসাধারণ অ্যাপ মেক করতে পারবেন। তবে কুডুলার দিয়ে ডিপোজিট অ্যাপ সহ যেকোনো অ্যাপ মেক করতে পারবেন যা স্কেচয়্যারে পারবেন না।

ফ্রি কোর্স        ফ্রি কোর্স         ফ্রি কোর্স 

আরেকটা কথা আপনারা যদি স্কেচওয়্যার অ্যাপের মাধ্যমে অ্যাপ বানানো শিখতে চান তাহলে নিচের দেওয়া লিংক ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ এই চ্যানেলে পার্ট টু পার্ট ভিডিও দিচ্ছি আমি নিজে সবাই অ্যাপ বানানো শিখতে পারবেন ইনশাআল্লাহ। 

YouTube Link 


আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্হ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন