মোবাইল দিয়ে কি অ্যাপস সত্যিই বানানো সম্ভব আসুন জেনে নিই
আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই প্রশ্ন টা সাধারণত বেশির ভাগ লোকই করে থাকেন যে "মোবাইল দিয়ে সফটওয়্যার বানানো যায় কিনা" তো এতো কথা না বলে চলেন মূল আলোচনায় চলে যায়।
সাধারণত আমরা জানি একটা সফটওয়্যার বানাতে একটা কম্পিউটারের প্রয়োজন। কম্পিউটার ছাড়া অ্যাপ বানানো সম্ভব নয়। কিন্তু এখন মোবাইল দিয়ে এই কাজ টা সম্ভব। কিন্তু কখনো আমরা ফোন দিয়ে যে অ্যাপ বানানো যায় তা আমরা শুনি ও নাই এবং জানি ও না। আসলে আমার মতে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আমাদের সবচেয়ে পরিচিত বঙ্গ একাডেমির প্রায় স্টুডেন্ট এর পরামর্শ অনুযায়ী মোবাইল ফোন দিয়ে অসাধারণ অসাধারণ সফটওয়্যার অ্যাপ বানানো যায়। তবে অনেক প্রফেশনাল অ্যাপ বানানো ফোন দিয়ে সম্ভব নয়। কারণ ফোন আর পিসির মধ্যে আকাশ পাতাল ব্যবধান কিন্তু রয়েছে। আমার পরামর্শ অনুযায়ী মোবাইল ফোন দিয়ে আপনি আপনার মন মতো অনেক সুন্দর অ্যাপ বানাতে পারবেন, কোনো আলাদা খরচ করতে হবে না। আপনি চাইলে ফোন দিয়ে কোডিং করেও বানাতে পারবেন। চবার চাইলে ড্রাগেন ড্রপ করেও বানাতে পারবেন। যারা জাভা কোডিং জানেন তারা কোডিং করে করতে পারেন।তবে যারা কোডিং জানেন না তারা ও বানাতে পারবেন অনেক ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে।
আজকে আর নয় আরেক দিন আরেক পার্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url