Capcut অ্যাপে বাংলা লেখা লিখুন একদম সহজে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । সকলে কেমন আছেন আশা করি আল্লাহ্র রহমতে ভালো আছেন আজকে আমি দেখাব কিভাবে CapCut অ্যাপে বাংলা টেক্সট নিবেন বা বাংলাতে লিখবেন। আশা করি আজকের টিউন টি আপনার অনেক উপকার হবে । আমরা যারা আছি যাদের ভিডিও ইডিট করার মতো কম্পিউটার নাই। তাদের জন্য কিন্তু ক্যাপকাট অ্যাপটি অনেক উপকারী এবং অনেক সহজেই মোবাইল দিয়ে ভিডিও ইডিট করা যায়। আমরা সবাই চাই মোবাইল দিয়ে ভিডিও ইডিট করতে তাদের জন্য এক কথায় কেপকাট সহজ মাধ্যম। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই ।
যাদের ফোনে
Capcut অ্যাপটি নাই তারা অ্যাপটি ডাউনলোড করে নিন ।
প্রথমে আপনারা
অ্যাপটি ওপেন করবেন তারপর একটা প্রজেক্ট তৈরি করে নিন । পরে আপনাদের লাগবে ফন্ট এটা
আপনারা কয়েকটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আমি নিছে কিছু পরিচিত ফন্ট দিয়ে দিছি
সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । ফন্ট ডাউনলোড দেওয়ার পর অ্যাপে চলে আসবেন
। তারপর আপনার ফন্ট ইমপোর্ট করতে হবে । ফন্ট ইমপোর্ট করার জন্য আপনার প্রজেক্ট ওপেন
করার পর Text অপশনে ক্লিক করবেন । তারপর Add Text ক্লিক করবেন করার পর Add Font ক্লিক
করবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে ফন্ট আপনার যেকোনো ফোল্ডারে থাকা ফন্ট সিলেক্ট করে
ইমপোর্ট করবেন। তারপর আপনি যে টেক্সট দিতে চান সে লেখাটা নিচের দেওয়া ওয়েবসাইটে আপনার
লেখাটা পেস্ট করুন । তারপর ইউনি কোড টু বিজয় বাটনে ক্লিক করুন । তারপর নিচে আপনার দেওয়া
লেখাটা ইংরেজি টাইপের লিখা আসবে সেটা কপি করে নিয়ে অ্যাপে পেস্ট করেন । তাহলেই আপনার
কাজ শেষ । আশা করি বুঝতে পারছেন । না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
File Name | Size | Download |
---|---|---|
এস কে বিশাল | 363 KB | Download |
শামীম চলন্তিকা | 863 KB | Download |
ইহতিশাম দেশলিপি | 470 KB | Download |
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url