আপনার NID দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে কিভাবে চেক করবেন আসুন জেনে নিই।
অনেকে জানেন এবং অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই পোস্ট আপনার জন্য। আমরা বিভিন্ন জায়গা বা দোকানপাট থেকে সিম কিনে থাকি।আমরা যখন বাহির থেকে সিম কিনে থাকি তখন আমরা সিম চেক করি না। এটা আমাদের অনেক বড় ভুল। আমাদের সিমটি চেক করতে হবে।
তো কিভাবে চেক করবেন তা নিচে দেখানো হলো -
* প্রথমে *16001# এই কোডটি লিখে কল আইকনে ক্লিক করবেন। করার পর
* এই রকম আসবে আসার পর আপনার আইডি কার্ডের লাস্ট ৪টি সংখ্যা লিখে Sent অপশনে ক্লিক করবেন।
আরোঃ সিম রেজিষ্ট্রেশন কিভাবে বাতিল করবেন
সেন্ট এ ক্লিক করার পর আপনার সিমে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে।
এই রকম আরো টিউন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখবেন ধন্যবাদ।